Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিককর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড

 

১। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য খাতে ২০১৭ সালে অর্জিত সাফল্য

২৮,৩০,৭৯৭-পুরম্নষঃ- ১৪,১৫,৯৯০, মহিলাঃ- ১৩,৮৪,৮০৭ এর মধ্য পুরম্নষঃ-৫০,৮০৭ এর মধ্যে পুরম্নষঃ- ৫০,৮৫৪ জন স্থায়ী পদ্ধতি এবং ৫,৬৫,৯২৭ (পাঁচ লক্ষ পঁয়ষাটি হাজার নয়শত চবিবশ) জন মহিলা কে দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা প্রদান করা হয়েছে।

২। দূর্গম ও কম অগ্রগতি সম্পন্ন এলাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার লক্ষ্য সারা দেশে প্রায় ১২০০জন paid volunteer বা স্বেচছা সেবী নিয়োগ দেওয়া হয়েছে।

৩। অধিদপ্তরের কর্মকর্তাদের ডিজিটাইজেশনের করার লক্ষ্যে নিয়মিত হাসপাতালসমূহ অটোমেশিনের আওতায় আনা হয়েছে এবং অধিদপ্তরে, ই-নথি, ই- ফাইলিং, ই-রেজিষ্টার, ই-ডাইরী, চালু করা হয়েছে।

৪। সারাদেশে ২২০০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে২৪/৭ ঘন্টা নরমাল ডেলিভারী সেবা চালু করা হয়েছে যা মাতৃ মৃত্য রোধে বিশেষ অবদান রাখছে।

৫। কিশোর কিশেরীদেও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনা বৃদ্ধি ও সেবা প্রদানের জন্য ২০৩ টি সেবা কেন্দ্রে কৈশোরবান্ধব স্বাস্থ্য কর্ণার চালু করা হয়েছে।

৬। আইইএম ইউনিট হতে প্রকাশিত ও নির্মিত বিভিন্ন ধরনের সেবা আইইসি উপকরণ সংরক্ষনও ব্যবহারের জন্য ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হয়েছে এবং অনলাইন সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

৭। জনম নিয়ন্ত্রণ সামগী, এমএসআর ও অন্যান্য সরবরাহ, সেবা যুগোপযোগী  করতে এবং ক্রয়/ সংগ্রহ প্রক্রিয়ার অগ্রগতি  ট্র্যাকিং করার জন্য web-Based supply Chain Management portal ব্যবহার শুরম্ন হয়েছে।

৯। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মাধ্যমে আমত্মঃব্যক্তিক যোগাযোগ ও কাওন্সিলিং সংকামত্ম তথ্য ও উপকরণ সমৃদ্ধ ই-টুলকিউ- এর ব্যবহার শুরম্ন হয়েছে।

১০। পরিবার পরিকল্পনায় স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতি গ্রহণে উৎসাহিত করার জন্য নিমণ অগ্রগতি সম্পন্ন পাবনা জেলার ০৯ টি উপজেলায় ক্লায়েন্ট ফেয়ার বা গ্রহিতা  মেলার আয়োজন করা হয়েছে।

১১। মাতৃ মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধিও জন্য স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের অংশগ্রহনে সচেতনামূলক সভা করা হয়েছে এবং গর্ভবতী মায়ের ব্যাংক চালু করা হয়েছে।

১২। গর্ভবতী মায়েদের মোবাইলে রেজিট্রেশনের মাধ্যমে এএনসি, ডেরিভারী ও পিএনসিদের সেবা নেওয়ার জন্য উবদ্ধ করতে এসএমএস বা মোবাইল র্বাতা প্রেরণ করা হচ্ছে